“সিএমপি পুনাকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন”
- আপডেট সময় : ১২:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা রোধ ও মনসুরাবাদ পুলিশ লাইন সবুজায়নের লক্ষ্যে আজ ২৬/০৬/২০২৩ ইং পুনাক, সিএমপি, চট্রগ্রাম এর উদ্যোগে মনসুরাবাদ পুলিশ লাইন, সিএমপি, চট্রগ্রামে বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৩ পালন করা হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রীতা দাস, সভাপতি, পুনাক, সিএমপি, চট্রগ্রাম এবং পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগ এবং পিওএম বিভাগ। বৃক্ষ রোপন কর্মসূচীতে মাননীয় প্রধান অতিথি মনসুরাবাদ পুলিশ লাইনের বিভিন্ন স্থানে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, সোনালু, শ্বেতকাঞ্চন, রক্তকরবী, শিউলি, হাসনাহেনা ইত্যাদি বৃক্ষ রোপন করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে বৃক্ষ রোপন এর প্রয়োজনীয়তা ও পুলিশ লাইনের সবুজায়ন সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন।