লামা হিসাব রক্ষণ অফিস দূর্ণীতির কারখানা, ঘুষ না পেয়ে হসপিটালের বরাদ্দ ফেরৎ-পর্ব ১
- আপডেট সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
এই অফিসটি ঘুষ দুর্ণীতির একটি কারখানা। ২৫% ঘুষ না পেয়ে হসপিটালের পরিচ্ছন্নতা বিল প্রায় চার লাখ টাকা ফেরৎ। অপর দিকে জনবল আর সরঞ্জামের অভাবে নোংরা পরিবেশ লামা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। বিগত ২২-২৩ অর্থ বছরে হিসাব রক্ষণ কর্মকর্তার অন্যর্য দাবি ২৫% ঘুষের টাকা না পেয়ে ফেরৎ দিয়েছে পরিচ্ছন্নতা বিল। জুন ৬ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২ টায়, এ ব্যপারে জানার জন্য হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর অনুমতি ছাড়া কথা বলার সুযোগ হয় নাই। অন্যদিকে লামা হসপিটালের পরিচ্ছনতা নিয়ে অসন্তোষ জানিয়েছেন জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। তিঁনি জানান, ৬ জুন সকাল ১০টায় হসপিটাল ভিজিট করে নোংরা পরিবেশ দেখতে পায়। হসপিটাল প্রশাসন জানায়, জনবল ও সরঞ্জাম সংকটে হসপিটাল পরিস্কার কাজ ব্যহত হচ্ছে। চাহিদা পত্রের ভিত্তিতে সরকার এ খাতে ২২-২৩ অর্থ বছরে প্রায় চার লাখ টাকা বরাদ্দ দেন। কিন্তু লামা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার চাহিত ২৫% ঘুষের টাকা দিতে না পারায় সেই টাকা ফেরৎ যায়। চলবে…