স্বাচিপের ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা শাখা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
১ লা মে,২০২৪, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে অনুষ্ঠিত হলো দীর্ঘ ২২ বছর পর স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ ) ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা শাখা সম্মেলন’২০২৪।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন,জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদবোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুর রহমান এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন স্বাচিপের সংগ্রামী সভাপতি ডা.মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বাচিপের বিপ্লবী মহাসচিব,দেশরত্নের আস্থাভাজন স্মার্ট নেতৃত্ব অধ্যাপক ডা.মোঃ কামরুল হাসান মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে স্বাচিপ ফরিদপুর জেলা শাখার সভাপতি পদে অধ্যাপক ডা. আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী টিটু এবং সাধারণ সম্পাদক পদে ডা. গণপতি বিশ্বাস শুভ এবং স্বাচিপ শরীয়তপুর জেলা শাখার সভাপতি পদে ডা.মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ডা. মোস্তাফা খোকন এর নাম ঘোষণা করেন সংগঠনের মহাসচিব। স্বাচিপ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একের অধিক নাম প্রস্তাব ও সমর্থন হওয়ায় পরবর্তীতে প্রার্থীদের রাজনৈতিক ও জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে শীঘ্রই কেন্দ্র থেকে কমিটি অনুমোদন দেওয়া হবে।
দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত আজকের এই সম্মেলনে ফরিদপুরে স্বাধীনতার স্বপক্ষের চিকিৎসকের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দেয় এবং সকলের প্রানবন্ত অংশগ্রহণে সম্মেলনস্থল মিলনমেলায় পরিণত হয়।