বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে দীঘিনালা থানা
- আপডেট সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খাগড়াছড়ির দীঘিনালা থানায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
৯ জুলাই (রবিবার) বিকেলে থানার আঙ্গিনায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীঘিনালা থানা কম্পাউন্ডসহ উপজেলার সর্বত্র পরিকল্পিতভাবে বৃক্ষ রোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দীঘিনালা থানার আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ সহ শতাধিক চারা রোপণের মধ্যে দিয়ে সবুজায়নের এ কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়াও থানা এলাকার আশপাশের সকলকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতেও উৎসাহ প্রদান করেন তিনি।
এ সময় দীঘিনালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শরীফসহ সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।