সংবাদ শিরোনাম ::
লামায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২১ বার পড়া হয়েছে
লামায় ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় বর্ষার শুরুতেই এই অভিযান চালু হয়। ২১ জুন লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম ফাইতং ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন। প্রশাসন সূত্রে জানাযায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় লামা উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার দিনব্যপি অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ম্যজিস্ট্রেট এর উপস্থিতিতে ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়। এই অভিযান চলমান থাকবে বলে জানান, প্রশাসন। প্রসঙ্গত: এখন বর্ষাকাল, ইট উৎপাদন লাকড়ি পোড়ানো বন্ধ থাকলেও, পাহাড় কাটাসহ আগামীর প্রস্তুতি নিচ্ছে ইটভাটা মালিকরা। এই অভিযানে অন্ততঃ পাহাড় কর্তন রোধ হবে; এমন মন্তব্য করেছেন স্থানীয়রা।