ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মা‌টিরাঙ্গায় ভারতীয় মদসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ‌২৩ বোতল ভারতীয় মদসহ মো. দে‌লোয়ার হো‌সেন হোনা (৩১) ‌না‌মে এক মোটরসাই‌কেল চালককে আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা পু‌লিশ। দে‌লোয়ার মা‌টিরাঙ্গা পৌর সভার ৯নং ওয়ার্ড মুস‌লিমপাড়া আবুল হো‌সে‌নের ছে‌লে। বুধবার (২১ জুন) সকাল সা‌ড়ে ১০টার দিকে পলাশপুর ১নং বায়‌ন্তি নামক এলাকা থেকে তা‌কে আটক করা হয়। থানা সূ‌ত্রে জানা যায়, বেলছ‌ড়ির আমাবাগান থেকে আ‌ম ভর্তি বস্তায় ক‌রে মা‌টিরাঙ্গায় খাগড়াছ‌ড়ি-চট্টগ্রাম লোকাল বাস কাউন্টা‌রে মোটরসাই‌কেলযো‌গে নেওয়ার প‌থে গোপন সূ‌ত্রের ভি‌ত্তি‌তে এসআই মাসুদ আলম পাটোয়ারি ও এএসআই কামরুল আ‌রে‌ফিন চৌধুরীর যৌথ নেতৃ‌ত্বে সঙ্গীয় ফোর্স নি‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌কে আটক করা হয়। মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটকৃত মাদক চোরাকার্বারির বিরু‌দ্ধে পরবর্তী আই‌নি প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।
যেকোন অপরাধ প্রবণতারো‌ধে মা‌টিরাঙ্গা থানা পুলিশ সদা তৎপর র‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা‌টিরাঙ্গায় ভারতীয় মদসহ আটক ১

আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ‌২৩ বোতল ভারতীয় মদসহ মো. দে‌লোয়ার হো‌সেন হোনা (৩১) ‌না‌মে এক মোটরসাই‌কেল চালককে আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা পু‌লিশ। দে‌লোয়ার মা‌টিরাঙ্গা পৌর সভার ৯নং ওয়ার্ড মুস‌লিমপাড়া আবুল হো‌সে‌নের ছে‌লে। বুধবার (২১ জুন) সকাল সা‌ড়ে ১০টার দিকে পলাশপুর ১নং বায়‌ন্তি নামক এলাকা থেকে তা‌কে আটক করা হয়। থানা সূ‌ত্রে জানা যায়, বেলছ‌ড়ির আমাবাগান থেকে আ‌ম ভর্তি বস্তায় ক‌রে মা‌টিরাঙ্গায় খাগড়াছ‌ড়ি-চট্টগ্রাম লোকাল বাস কাউন্টা‌রে মোটরসাই‌কেলযো‌গে নেওয়ার প‌থে গোপন সূ‌ত্রের ভি‌ত্তি‌তে এসআই মাসুদ আলম পাটোয়ারি ও এএসআই কামরুল আ‌রে‌ফিন চৌধুরীর যৌথ নেতৃ‌ত্বে সঙ্গীয় ফোর্স নি‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌কে আটক করা হয়। মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটকৃত মাদক চোরাকার্বারির বিরু‌দ্ধে পরবর্তী আই‌নি প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।
যেকোন অপরাধ প্রবণতারো‌ধে মা‌টিরাঙ্গা থানা পুলিশ সদা তৎপর র‌য়ে‌ছে।