চট্টগ্রাম ফটিকছড়ি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাদুরখীলে শান্তির সমাবেশ
- আপডেট সময় : ০৮:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকীর প্রতিবাদে শান্তির সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১০ই জুন শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর বাদুরখীল স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ ওবায়দুল হক সরদারের সভাপতিত্বে ও দেশের স্বানামধন্য
মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শাহরিয়ার সুমনের সঞ্চালনায় এ মহুতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সম্মানীত চেয়ারম্যান সৈয়দা রাজিয়া
মোস্তফা। এতে প্রধান বক্তার আসনে উপস্থিত ছিলেন উক্ত মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন মীর। বিশেষ অতিথির আসনে ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য কণা জব্বার, সদস্য দিলারা মোস্তফা, ঢাকা মহানগর সহ-সভাপতি মাফিয়া ইসলাম পুতুল, ফটিকছড়ি মহিলা আওয়ামী লাগের
সাধারণ সম্পাদক ও ভাইচ-চেয়ারম্যান জেবুন নেছা মুক্তা, উক্ত মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান আজাদ ও চট্টগ্রাম মহানগর কমিটির চেয়ারম্যান মোঃ আতিক উল্লাহ খাঁন। এ সময় বক্তারা রাস্তা, চিকিৎসা ও সম্পূর্ণ বিদ্যুৎ বিহীন এই বাদুরখিল এলাকার দুঃখ দুর্দশার কথা
উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকীদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর বিরুদ্ধে কঠিন শাস্তির দাবী জানান। এতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সুশীল সমাজ, বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।