চক্ষু গবেষণায় বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘এম এ মতিন স্বর্ণপদক’ পেলেন চট্টগ্রামের ডা. আসিফ
- আপডেট সময় : ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
শাহারিয়ার সুমন –
অফথালমোলজি সোসাইটি অব বাংলাদেশের ৫০তম বছর পূর্তিতে ‘চক্ষু বিষয়ক গবেষণা ও প্রেজেন্টেশন’ এর জন্য অফথালমোলজিতে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘এম এ মতিন স্বর্ণপদক’ এওয়ার্ড অর্জন করলেন চট্টগ্রামের কৃতি সন্তান ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এই স্বর্ণপদক দেওয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মুদ্দাসসির আলী, এশিয়া পেসিফিক একাডেমি অফ অফথালমোলজি এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. আভা হোসেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. একেএম মুক্তাদির, সাবেক ডিজি মেডিকেল এডুকেশন প্রফেসর ডা এনায়েত হোসেন মুকুল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. সালেহ উদ্দীন, প্রফেসর ডা. শফিকুর রহমান, ওএসবি এর সাবেক মহাসচিব প্রফেসর ডা. তারেক রেজা আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. আরিফ মিয়া, বারডেম জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আশরাফ সাঈদ, প্রফেসর ডা. গোলাম হায়দার, বাংলাদেশ গ্লকোমা সোসাইটির সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. নজরূল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডা মোস্তাক আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহ.অধ্যাপক ডা. উৎপল সেন, অল ইন্ডিয়া অফথালমোলোজি সোসাইটি প্রেসিডেন্ট ডা. ললিত ভর্মা,নেপালের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর মিমু চাওদারী,ডা.সনজিতা শিতাওলা, ডা দিওয়া লামিচনে সহ দেশ ও আন্তর্জাতিক অংগনে গণমান্য চক্ষু বিশেষজ্ঞবৃন্দ।
উল্লেখ্য ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ।