সংবাদ শিরোনাম ::
পানছড়িতে বর্জপাতে দুই সন্তানের জননী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বর্জপাতে এক মহিলা নিহত হয়েছে। আজ সোমবার (১২জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ৪নং লতিবান ইউপির ৩নং ওয়ার্ডের গঙ্গারাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে দুই ছেলে সন্তানের জননী।
গঙ্গারাম এলাকার বাসিন্দা রবি ত্রিপুরা বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে আমার বাড়ির সামনে বর্জপাতে বালা ত্রিপুরা (৩৫) মারা গেছে। সে রিপন ত্রিপুরার স্ত্রী।
পানছড়ি উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন, যেখানে বর্জপাত হয়েছে সে সেখানেই মারা গেছে। হাসপাতালে আমরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।
পানছড়ি থানার ওসি মোঃ হারুনুর রশিদ বলেন, বর্জপাতে একজনের মৃত্যুর সংবাদটি শুনেছি তবে, হাসপাতাল কর্তৃপক্ষ বা কোন ব্যাক্তি কোন অভিযোগ দাখিল করেনি।