বান্দরবানে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ভার্চুয়াল উদ্বোধন
- আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলা ৭ উপজেলা ২টি পৌরসভার এক যোগে সদস্য সংগ্রহ অভিযান ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ৯ জুন সন্ধা ৭টা ৪০ মিনিটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ এর ভার্চুয়াল সভা শুভ উদ্বোধন করেন। এসময় ৭ উপজেলা ও ২ পৌরসভার নেতা কর্মিরা ভার্চুয়াল প্রোগ্রামটি দেখেন। লামা উপজেলা ও পৌর সভার নেতা কর্মিরা শহরে জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন। লামা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি-উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক-পৌর মেয়র সাবেক ছাত্র নেতা মো: জহিরুল ইসলাম, সভাপতি- গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ-সভাপতি প্রশান্ত ভাট্টাচার্য, বিজয় আইচ, মহিলা আওয়ামীলীগের সভাপতি-জেলা পরিষদ সদস্য ফাতেমা বীর কন্যা পারুল, লামা পৌর আওয়ামীলীগ সভাপতি-কাউন্সিলর মো: রফিক, লামা সদর ইউপি চেয়ারম্যান, যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু কুমার সেন, রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সরই ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিছ কোম্পানী, সরই ইউপি’ সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা প্রমূখ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা কর্মিরা ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি – জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী ৭ উপজেলা ও ২ পৌরসভার সকল নেতা কর্মীদের প্রতি শুভেচ্ছা জানান। এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় নেতারা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পেয়েছি। এর ফসল হিসেবে প্রজেটিভ প্রচারণা চালানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে তাৎক্ষনিক দশ হাজার টাকা সমমুল্যের পাঁচ শত সদস্য ফরম কিনে নেন ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: ওমর ফারুক। অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামীলীগলীগের সকল সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন নেতাদের কাছে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।