লামায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত
- আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২০ বার পড়া হয়েছে
বান্দরবানের লামায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সকাল ১০টায় শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা প্রশাসন ও কারিতাসের যৌথ আয়োজনে পালিত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মো: জাহেদ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), এস এম রাহাতুল ইসলাম, লামা সদর রেঞ্জ অফিসার এলাহী, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান প্রমূখ। স্বাগতিক বক্তব্যে পরিবেশে দিবসের উপর প্রবন্ধ উপস্থাপন করেন কারিতাস কর্মকর্তা মো: মামুন সিকদার। পরে সবাইর মাঝে দুই শতাধিক বৃক্ষ চারা বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রকৃতির অক্ষুণ্ণতা বজায় রেখে পরিবেশ- প্রতিবেশ সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। মানব সম্প্রদায় ও প্রাণিকূলের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশ নিশ্চিত করা ও প্লাস্টিকজাত পণ্যের অপরিকল্পিত ব্যবহার বন্ধ করতে হবে। প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী, ভোক্তাসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।