খাগড়াছড়িতে জেলা সাহিত্য পরিষদের কমিটি গঠিত হয়েছে
- আপডেট সময় : ০৬:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
মিঠুন সাহা, –
খাগড়াছড়ি পার্বত্য জেলায় দুই বছরের জন্য জেলা সাহিত্য পরিষদের (২০২৩-২০২৫) গঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টার সময় মহাজন পাড়ার আই.এফ.রেস্টুরেন্টে এই কমিটি গঠিত হয়।
এতে পুনরায় প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানকে সভাপতি ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনানকে সাধারণ সম্পাদক করে আবারও দুই বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
এতে সংগঠন এর অন্যান্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য,জনাব ধর্মরাজ বড়ুয়া, এড. মহিউদ্দিন কবীর,অংসুই মারমা,শোভা রাণী ত্রিপুরা।
যুগ্ম সম্পাদক জনাব মর্তুজা পলাশ,জহুরুল আলম, চিংলামং চৌধুরী,গবেষণা সম্পাদক জনাব মথুরা বিকাশ ত্রিপুরা -অর্থ সম্পাদক – জনাব প্রতাপ চাকমা,প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব প্রভাত তালুকদার,নির্বাহী সদস্য জনাব মাহবুব উদ্দিন আহমেদ খ. জনাব আবুল কাশেম, শহীদ উল্ল্যাহ, ঝর্ণা রায়,বিধান রায় বিশ্বাস, সুপ্তা চাকমা,পারভীন আক্তার।