সংবাদ শিরোনাম ::
ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে শোকজ করলেন ইউপি চেয়ারম্যান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৪৫৫০ বার পড়া হয়েছে
খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিস :
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার অনিয়মের প্রমাণ পাওয়ায় শোকজ করলেন ইউপি চেয়ারম্যান
নোটিশ সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নির্ধারিত সার্ভিজ চার্জ প্রদান করার পরও রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদে খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি চালের রেশন কার্ড অনলাইন করতে সার্ভিস চার্জের নামে বেআইনিভাবে ভোক্তাদের কাছে অতিরিক্ত অর্থ গ্রহণ করায় ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ রেদওয়ানুর রহমানকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান।
এ বিষয়ে ৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমান বলেন,আমার অজান্তে বেআাইনিভাবে এ অর্থ আদায় করা হয়েছে।যা চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।যার পরিপ্রেক্ষিতে তাকে সাত কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
মিঠাপুকুর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সঙ্গে মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।