সংবাদ শিরোনাম ::
ধীরে-সুস্থে সাবধানী শুরু বাংলাদেশ বড় রানের দিকে ছুটছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
ধীরে-সুস্থে সাবধানী শুরু বাংলাদেশের। জমে উঠেছে উদ্বোধনী জুটি। লিটন দাস ও রনি তালুকদার মিলে পাওয়ার প্লেতে যোগ করেছেন ৪৬ রান। অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে এসে ভেঙে যেতে পারত এই জুটি, আউট হয়ে যেতে পারতেন রনি তালুকদার। তবে রেহান আহমেদ সহজ ক্যাচ মিস করায় পাওয়ার প্লে শেষেও উইকেটবিহীন বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ভর বড় রানের দিকে ছুটছে বাংলাদেশ। লিটন দাস ২০ বলে ২১ ও রনি ১৭ বলে ২১ রানে অপরাজিত আছেন।
এদিন বাংলাদেশ সফরে এসে প্রথম টস জয়ের স্বাদ পায় থ্রি লায়ন্সরা। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
একাদশে একাধিক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। অভিষেক হয় এবারের বিপিএলের সেরা বোলার তানভীর ইসলামের। তাছাড়া আফিফ হোসেনের বদলে একাদশে দেখা মেলে শামিম পাটোয়ারীর।