ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাদ্দাম হোসেন মিঠুকে রঙ ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে

গত ২৫শে নভেম্বর (শুক্রবার) শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জমজমাট লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় উপলতা স্পোটিং ক্লাব। ফাইনালে তাদের মুখোমুখি হয় অষ্টগ্রাম স্পোটিং ক্লাব।

টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব কামরুল হাসান । আরো উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব জনাব খোদেজা আক্তার খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এরই আগে গত ২১শে জুলাই সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদবোধন করেন মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম, এমপি।

টুর্নামেন্টের সফল আয়োজক ও শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর প্রচেষ্টায় মাদক দূরীকরণে ও সুস্থ সবল যুবসমাজ গঠনে শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লীগ টেপ-টেনিস টুর্নামেন্টটি সফল ভাবে পরিসমাপ্তি হয়। তার অক্লান্ত পরিশ্রমকে স্বাগত জানিয়ে রঙ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও তার নাম সংবলিত বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উপহার দেয়া হয়।

সম্মাননা স্মারক প্রদানে উপস্থিত ছিলেন রঙ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক উৎপল দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সদস্য ফয়েজ আহমেদ, কার্যকরী সদস্য রাশেদ আলম অপু, কার্যকরী সদস্য নাসিফ মাহমুদ,কার্যকরী সদস্য মির্জা মো: শফিউল আলম রিফাত সহ সেচ্চাসেবী সদস্যবৃন্দ।

রঙ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আল আমিন বলেন , দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে, তাহলেই সুস্থ ও সবল যুবসমাজ গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাদ্দাম হোসেন মিঠুকে রঙ ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৮:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

গত ২৫শে নভেম্বর (শুক্রবার) শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জমজমাট লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় উপলতা স্পোটিং ক্লাব। ফাইনালে তাদের মুখোমুখি হয় অষ্টগ্রাম স্পোটিং ক্লাব।

টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব কামরুল হাসান । আরো উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব জনাব খোদেজা আক্তার খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এরই আগে গত ২১শে জুলাই সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদবোধন করেন মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম, এমপি।

টুর্নামেন্টের সফল আয়োজক ও শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর প্রচেষ্টায় মাদক দূরীকরণে ও সুস্থ সবল যুবসমাজ গঠনে শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লীগ টেপ-টেনিস টুর্নামেন্টটি সফল ভাবে পরিসমাপ্তি হয়। তার অক্লান্ত পরিশ্রমকে স্বাগত জানিয়ে রঙ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও তার নাম সংবলিত বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উপহার দেয়া হয়।

সম্মাননা স্মারক প্রদানে উপস্থিত ছিলেন রঙ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক উৎপল দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সদস্য ফয়েজ আহমেদ, কার্যকরী সদস্য রাশেদ আলম অপু, কার্যকরী সদস্য নাসিফ মাহমুদ,কার্যকরী সদস্য মির্জা মো: শফিউল আলম রিফাত সহ সেচ্চাসেবী সদস্যবৃন্দ।

রঙ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আল আমিন বলেন , দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে, তাহলেই সুস্থ ও সবল যুবসমাজ গড়ে উঠবে।