এক শিশুর মুখেই রোনালদোকে শুনতে হলো মেসির নাম!
প্রতিনিধির নাম
- আপডেট সময় :
০৬:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
৪৩
বার পড়া হয়েছে
সৌদি আরবের লিগে এখন নিয়মিতই গোল করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর কর্তৃপক্ষও তাকে নিয়ে মহাখুশি। কিন্তু ইউরোপ থেকে এশিয়ায় এসেও লিওনেল মেসি তার পিছু ছাড়ছেন না। দর্শকরাই বারবার রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বীর কথা মনে করিয়ে দিচ্ছে। এবার তো এক শিশুর মুখেই রোনালদোকে শুনতে হলো মেসির নাম!ঘটনা গত শনিবারের। এদিন সৌদি প্রো লিগে আল বাতেনের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটিতে রোনালদোর দল ৩-১ গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে লকার রুমের দিকে আসছিলেন ৩৮ বছর বয়সী রোনালদো। তার সঙ্গে ছিলেন কয়েকজন কর্মকর্তা। ঠিক ওই সময় একটি বালক রোনালদোকে উদ্দেশ করে বলে বসে, ‘মেসি অনেক বেশি ভালো।’এমন কথা শুনে সিআর সেভেনের প্রতিক্রিয়া দেখানোটাই স্বাভাবিক ছিল। কিন্তু তিনি বিষয়টাতে স্রেফ পাত্তা দেননি। তিনি তার সঙ্গীদের সঙ্গে ম্যাচ বিষয়ক কথা বলতে বলতে এগিয়ে যান। রোনালদোর বলা বাক্যগুলোর মাঝে একটি এমন―‘এবং এটা সহজ ম্যাচ ছিল।’ সেই মুহূর্তের ভিডিও কেউ একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যা দেখে বেশ মজা পাচ্ছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীরা।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ