ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘মুস্তাফিজকে নিয়ে আমি খুশি’ বললেন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

দুনিয়া কাঁপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব যার, সেই মুস্তাফিজুর রহমান বহুদিন ধরেই হারিয়ে গেছেন। তার বোলিংয়ে সেই ধার আর নেই। খুবই সাদামাটা হয়ে গেছে। প্রতিপক্ষ ব্যাটাররা তাকে খুব একটা পাত্তা দেন না। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দেদার রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সর্বশেষ ১১ ইনিংসে নিয়েছেন মাত্র ৫ উইকেট! এমন পারফর্মেন্সের পরও মুস্তাফিজকে নিয়ে খুশি বাংলাদেশ দল।

আজ রবিবার চট্টগ্রামে দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ। দলের বোলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারটা আসলে বুঝতে হবে… সে শুরুতে বোলিং করছে, মাঝে করছে, শেষেও করছে। ফলে একই সঙ্গে কম রান দেবে এবং অনেকগুলো উইকেট নেবে, এমন আশা করা কঠিন। সে মূলত বোলার হিসেবে দলের কঠিনতম কাজটি করছে। এসবও বিবেচনায় আনতে হবে।’মুস্তাফিজ এই মুহর্তে যে পারফর্মেন্স করছেন, তাতে দল খুশি কিনা- এমন প্রশ্নের জবাবে হেরাথ বলেন, ‘আমি খুশি। অবশ্যই অলরাউন্ডার, ব্যাটসম্যান বা বোলার হিসেবে উন্নতির সুযোগ আছে। সেসব নিয়েই কাজ করতে হবে।’ প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ একই একাদশ নিয়ে খেলেছে। চট্টগ্রামে ধোলাই হওয়া আটকাতে একাদশে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে কি মুস্তাফিজকে বসানো হবে? জবাবে হেরাথ বলেন, যখনই সম্ভব, স্কোয়াডের থাকা বাকি তরুণদের সুযোগ দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘মুস্তাফিজকে নিয়ে আমি খুশি’ বললেন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ

আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

দুনিয়া কাঁপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব যার, সেই মুস্তাফিজুর রহমান বহুদিন ধরেই হারিয়ে গেছেন। তার বোলিংয়ে সেই ধার আর নেই। খুবই সাদামাটা হয়ে গেছে। প্রতিপক্ষ ব্যাটাররা তাকে খুব একটা পাত্তা দেন না। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দেদার রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সর্বশেষ ১১ ইনিংসে নিয়েছেন মাত্র ৫ উইকেট! এমন পারফর্মেন্সের পরও মুস্তাফিজকে নিয়ে খুশি বাংলাদেশ দল।

আজ রবিবার চট্টগ্রামে দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ। দলের বোলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারটা আসলে বুঝতে হবে… সে শুরুতে বোলিং করছে, মাঝে করছে, শেষেও করছে। ফলে একই সঙ্গে কম রান দেবে এবং অনেকগুলো উইকেট নেবে, এমন আশা করা কঠিন। সে মূলত বোলার হিসেবে দলের কঠিনতম কাজটি করছে। এসবও বিবেচনায় আনতে হবে।’মুস্তাফিজ এই মুহর্তে যে পারফর্মেন্স করছেন, তাতে দল খুশি কিনা- এমন প্রশ্নের জবাবে হেরাথ বলেন, ‘আমি খুশি। অবশ্যই অলরাউন্ডার, ব্যাটসম্যান বা বোলার হিসেবে উন্নতির সুযোগ আছে। সেসব নিয়েই কাজ করতে হবে।’ প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ একই একাদশ নিয়ে খেলেছে। চট্টগ্রামে ধোলাই হওয়া আটকাতে একাদশে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে কি মুস্তাফিজকে বসানো হবে? জবাবে হেরাথ বলেন, যখনই সম্ভব, স্কোয়াডের থাকা বাকি তরুণদের সুযোগ দিতে হবে।’