সংবাদ শিরোনাম ::
বিয়ের পিঁড়িতে বসছেন সাইফউদ্দিন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১৭৪৭ বার পড়া হয়েছে
বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বৃহস্পতিবার নিজ শহর ফেনীতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সাইফউদ্দিনের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, কনের নাম ঝরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।
ইনজুরির কারণে সাইফউদ্দিন অনেকদিন জাতীয় দলের বাইরে আছেন। ২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। ইনজুরি থেকে ফিরে টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলেছিলেন তিনি। তবে পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে রাখা হয়নি। সম্প্রতি শেষ হওয়া বিপিএলেও ভালো ছন্দে ছিলেন না এই পেস অলরাউন্ডার।ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আর। ছুটি থাকায় তাই বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।