নতুন চমক সাকিবের সঙ্গে রাজ রিপার
- আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১৭৪২ বার পড়া হয়েছে
বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেকের জন্য অপেক্ষায় ঢাকাই সিনেমার নবাগতা রাজ রিপা। ক্যারিয়ারে বেশ কয়েকটি চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে তিনি কাজ করছেন বিজ্ঞাপন চিত্রেও। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন বিজ্ঞাপন। যেখানে তাকে দেখা গিয়েছে বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হলেন রিপা। নির্মাতা আজমান রুশোর পরিচালনায় সম্প্রতি অপ্পো মোবাইল ফোন কোম্পানির Reno8T মডেলের ফোনে বিজ্ঞাপনে মডেল হয়েছেন রিপা। রাজধানী ঢাকার বনশ্রী ও মানিকগঞ্জ জেলায় শুটিং হয়েছে এর।নতুন এই বিজ্ঞাপটি নিয়ে রাজ রিপা বলেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছে বলে আমার বিশ্বাস। ডিরেক্টপর রুশো ভাই, সাকিব আল হাসান ভাই ও দর্শেকর প্রশংসায় আমি গর্ববোধ করছি যে। একজন অলরাউন্ডারের পাশে এসে দাড়িয়ে আমার যোগ্যতা প্রমান করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি।
উল্লেখ্য, গেল বছরের সেপ্টেম্বরে মুঠোফোর সেবাদাতা প্রতিষ্ঠার গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রাজ রিপাকে। সেখানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাটি।