সবাইকে স্বর্ণের আইফোন উপহার দিলেন: মেসি
- আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সেরা সাফল্যের মুখ দেখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ শিরোপা জেতার আড়াই মাস পর আর্জেন্টিনা দলের সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি। এই উপহারের তালিকা থেকে বাদ পড়েনি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন ১৪ মুঠোফোন উপহার দিয়েছেন মেসি। প্রতিটি ফোনে খেলোয়াড়দের নাম, জার্সি নাম্বার ও আর্জেন্টিনিয়ান লোগো খোদাই করা হয়েছে। সব মিলিয়ে ৩৫টি বিশেষ আইফোন উপহার দিয়েছেন মেসি।এই ৩৫টি আইফোনের পেছনে মেসিকে মোট ২ লাখ ১০ হাজার ডলার খরচ করতে হয়েছে। আর্জেন্টাইন সুপারস্টারকে এই বিশেষ আইফোন সরবরাহ করেছে আইডিজাইন গোল্ড। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫টি সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪ উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।