আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ
- আপডেট সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে
ডেস্ক:
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ বুঝে পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে মিরাজ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ হাতে পেলাম।’এর আগে গত এক বছরের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন মিরাজ।একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।১৫ ম্যাচ খেলে ডানহাতি মিরাজ ২৮.২০ গড়ে ২৪টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন। তার ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিটিও আসে গত বছর ভারতের বিপক্ষে। মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সেই ভারতের বিপক্ষে সিরিজ জেতে টাইগাররা।