সংবাদ শিরোনাম ::
সাকিবকে নিয়ে বৈঠকে পাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ৫৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন সাকিব আল হাসান। শনিবার (১৩ আগস্ট) পাপনের গুলশানস্থ বাসভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েই মূলত কথা হবে বৈঠকে। এছাড়া জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে কেন চুক্তি করলেন তার ব্যাখ্যা দেবেন সাকিব। কড়া বার্তা দেওয়া হতে পারে শৃঙ্খলা মেনে চলার জন্য।
সাকিব-পাপন পর্ব শেষ হওয়ার পরই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেলের বৈঠক। সাকিবকে সরাসরি মিটিংয়ে রেখে দক্ষিণ আফ্রিকা থেকে জুমে যোগ দেবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।