সংবাদ শিরোনাম ::
গুইমারায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মাল বোঝাই ট্রাক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১২ বার পড়া হয়েছে
রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মাল বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে থাগড়াছড়ি- গুইমারা সড়কে ।
তবে এই ঘটনায় চালক এবং গাড়ির খালাসি সামান্য আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মাল বোঝাই ট্রাকটি থাগড়াছড়ির দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাড়িটা পড়ে যায়।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে গুইমারা থানার পুলিশ এসে পৌঁছায়। গুইমারা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে এসে বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে অতিরক্ত বোঝার কারণে ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।