সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে গরীব অসহায় কৃষকদের মাঝে কৃষি পণ্য বিতরণ
- আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন। এরই ধারাবাহিকতায় ৩০ মে ২০২৩ তারিখ সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি পণ্য বিতরণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন প্রকার সার, কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন, বিভিন্ন প্রকার ফলজ গাছ ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। কৃষিপণ্য বিতরণ শেষে তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।