মাদারগঞ্জ সমাজসেবা অফিস কর্তৃক অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
- আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। মাদারগঞ্জ উপজেলায় অবস্থানকারী ০৮ জন আক্রান্ত ব্যক্তির মাঝে (প্রত্যেক ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে) মোট ৪,০০০০০ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওবায়দুর রহমান বেলাল, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাদারগঞ্জ, জামালপুর, সভাপতিত্ব করেন জনাব ইলিশায় রিছিল, উপজেলা নির্বাহী অফিসার, মাদারগঞ্জ,জামালপুর। উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় প্রধান অতিথি, সভাপতি এবং সাংবাদিক মির্জা হুমায়ুন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদেরকে আর্থিক অনুদান দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় সহায়তা গ্রহণকারীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করে তাদের অনুভূতি ব্যক্ত করেন ।