দেশের চিকিৎসায় মাইলফলক অর্জন
- আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
নাম তার মোঃ আবদুল কুদ্দুস। বয়স ৫৮ বছর। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। বিগত কয়েকদিন পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষায় জানতে পারেন ওনার হার্টের রক্তনালীতে অনেকগুলো ব্লকের পাশাপাশি মস্তিষ্কের বাম দিকে রক্তনালিতে ব্লক রয়েছে ( ইন্টারনাল ক্যারোটিড) [ TVD With left Carotid artery stenosis(90%)] (EF – 40%) । এজন্য তাকে অপারেশন করতে হবে। কিন্তু তার এ অপারেশন খুবই জটিল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি এমতবস্থায় অপারশেনের জন্য বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, তাতে অনেক চিকিৎসক তার এই জটিল অপারেশন করতে অপারগতা প্রকাশ করেন। এর আগে ২০১৯ সালে ব্রেন স্ট্রোক করেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত।
পরবর্তীতে এক আত্মীয়র পরামর্শে তিনি প্রখ্যাত কাডির্য়াক সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন-এর তত্ত্বাবধানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন তাকে অপারেশন করার পরামর্শ দেন এবং জনাব মোঃ আবদুল কুদ্দুস অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন।
গত ২৩শে আগস্ট জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন ও তার টিম সফলভাবে এই জটিল সার্জারি সম্পন্ন করেন। তার বিটিং হার্টে তিনটি বাইপাস এবং মস্তিষ্কের রক্তনালীর ব্লক অপসারণ করা হয়। এই অপারেশনটি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে (NICVD) তে এই প্রথম করা হয়।
মোঃ আবদুল কুদ্দুস কয়েকদিন পূর্বে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন।আলহামদুল্লিাহ তিনি ভালো আছেন। তিনি পরম করুনাময় সৃষ্টিকর্তা ও অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন ও তার টিমের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।