নতুন অধ্যায়ের সূচনা করল স্বাচিপ
- আপডেট সময় : ০২:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন শাখা কমিটি গঠনের জন্য সম্মেলন করে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ)।
তারই ধারাবাহিকতায় গতকাল ১১ই সেপ্টেম্বর ( সোমবার) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দীর্ঘ ১৯ বছর পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটর্ফোড হাসপাতাল শাখা এবং ১৭ বছর পর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মলেনে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ডা. মো. জামাল উদ্দনি চৌধুরী ও বিপ্লবী স্মার্ট মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেটর, দেশবরেণ্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলনসহ স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এছাড়া বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগণ উক্ত সম্মলেনে উপস্থিত ছিলেন।