গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ মনে করে; আর তারা আওয়ামী লীগকে শত্রু ভাবে।
১২ই আগস্ট (শনিবার) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে্ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
জনাব ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এর সুবিধা নেয়ার চেষ্টা করে। কিন্তু দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, মন চাইলে তারা নির্বাচনে আসবেন; তা না হলে, যা মন চায় তা করবেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিকিৎসক সমাজের অবিসংবাদিত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক জনাব একেএম আফজালুর রহমান বাবু এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ও বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাচিপ শাখা নেতৃবৃন্দ, ফার্মাসিস্ট নেতৃবৃন্দ, নার্সেস নেতৃবৃন্দ, টেকনোলজির নেতৃবৃন্দ সহ অনন্য নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।
সভায় মনোমুগ্ধকর সঞ্চালনা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিপ্লবী স্মার্ট মহাসচিব, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর যুগ্ম মহাসচিব, সম্মানিত সিনেটর, অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান মিলন।