টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ
- আপডেট সময় : ০৯:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন। এছাড়াও রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করেছে স্বাচিপ।
আজ মঙ্গলবার ৮ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক টুঙ্গিপাড়ার জিটি হাই স্কুল মাঠে সকাল ১০টা থেকে বিকাল ০৩টা পর্যন্ত ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি তাদের বিনামূল্যে ঔষধও প্রদান করে সংগঠনটি।
এর আগে সারাদেশের বিভিন্ন শাখা ও মেডিকেল কলেজসমূহের চিকিৎসকবৃন্দের উপস্থিতিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সম্মানিত সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও বিপ্লবী স্মার্ট মহাসচিব, প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন-এর নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
টুঙ্গিপাড়ার জিটি হাই স্কুলে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আলোচনায় সভা উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দ, স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ ।