রঙ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়ার তরুণদের নিয়ে গঠিত মানবিক ও সামাজিক সংগঠন ‘রঙ ফউন্ডেশন-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ (২০২৩-২০২৫) মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উৎপল দত্ত।
প্রধান উপদেষ্টা হিসেবে মো. আল আমিন নির্বাচিত হয়েছেন। এছাড়া উক্ত কমিটিতে সহ-সভাপতি জিল্লুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক সাদিয়া সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আজহারুল ইসলাম, মির্জা মো. শফিউল আলম রিফাত ও আরাফাত রহমান।
উল্লেখ্য, রঙ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে নিজস্ব অর্থায়নে স্থানীয়ভাবে শারীরিকভাবে চলাচলে অক্ষম অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ, বর্ষাকালে প্রান্তিক শ্রমজীবী মানুষদের মাঝে রেইনকোট বিতরণসহ প্রভৃতি নানামুখী মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ইতোমধ্যে রঙ ফাউন্ডেশনের নানা কার্যক্রম সর্বমহলে সুনাম কুড়িয়েছে।