ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন আজ মার্কিন প্রতিনিধিদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২৩ বার পড়া হয়েছে

আজ  (১১ জুলাই) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিবেন নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। চারদিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) মার্কিন প্রতিনিধিদলটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ৮ জুলাই দিল্লি পৌঁছেছেন তারা।

সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।এদিকে ওয়াশিংটন থেকে প্রতিনিধিদলটি দিল্লি ও ঢাকা সফরে যাত্রার পর সফরের আলোচ্য বিষয় সম্পর্কে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ভারত সফরে উজরা জেয়ার আলোচনার মধ্যে রয়েছে গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়। আর বাংলাদেশ সফরে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, মানবপাচার, রোহিঙ্গা সংকট, ও শ্রম সম্পর্কিত বিষয়সহ বিভিন্ন দিক। অপরদিকে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার পরিস্থিতি বাংলাদেশে আছে কি না, তা যাচাই করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (৯ জুলাই) থেকেই কাজ শুরু করেছেন। ঢাকায় ইউরোপসহ পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে তারা প্রাথমিক তথ্য নিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় আসছেন আজ মার্কিন প্রতিনিধিদল

আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

আজ  (১১ জুলাই) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিবেন নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। চারদিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) মার্কিন প্রতিনিধিদলটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ৮ জুলাই দিল্লি পৌঁছেছেন তারা।

সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।এদিকে ওয়াশিংটন থেকে প্রতিনিধিদলটি দিল্লি ও ঢাকা সফরে যাত্রার পর সফরের আলোচ্য বিষয় সম্পর্কে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ভারত সফরে উজরা জেয়ার আলোচনার মধ্যে রয়েছে গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়। আর বাংলাদেশ সফরে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, মানবপাচার, রোহিঙ্গা সংকট, ও শ্রম সম্পর্কিত বিষয়সহ বিভিন্ন দিক। অপরদিকে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার পরিস্থিতি বাংলাদেশে আছে কি না, তা যাচাই করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (৯ জুলাই) থেকেই কাজ শুরু করেছেন। ঢাকায় ইউরোপসহ পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে তারা প্রাথমিক তথ্য নিয়েছেন বলে জানা গেছে।