সংবাদ শিরোনাম ::
ভাল্লুকের আক্রমণে আহত পরিবারকে চিকিৎসার জন্য মানবিক সহায়তা করেন সিন্দুকছড়ি জোন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
বিএম.বাশারঃ খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে বন্যপ্রাণী ভাল্লুকের আক্রমণের শিকার অনেচাঁন ত্রিপুরার পরিবারকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।
সিন্দুকছড়ির শুকান্ত মহাজন পাড়ার অনেচাঁন ত্রিপুরা(২৬) নামের একজন আদিবাসী কৃষক গত-২৩মে জমিতে কাজ করতে গেলে বন্যপ্রাণী ভাল্লুক আক্রমণ করে। ভাল্লুকের আক্রমণে কৃষক গুরুতর আহত হয় এবং বাম চোখের অংশে ক্ষতবিক্ষত করে ফেলে তার অবস্থা আশঙ্কাজনক বর্তমানে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জোন কমান্ডর দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন।