মাদারগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ১২:০০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
মাদারগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার।
মাদারগঞ্জ প্রতিনিধিঃ
মোঃমোস্তাফিজুর রহমান
জামালপুরের মাদারগঞ্জে ভূট্টা ক্ষেত থেকে চোখ-মুখ হাত বাধা অজ্ঞাত (৩৫) যুবতীর মরদেহ উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার বেলা ১২ টায় জোড়খালী ইউপি চেয়ারম্যান সুজা মিয়ার ফোন পেয়ে ঘটনাস্থলে যান মাদারগঞ্জ সার্কেল এএসপি স্বজল কুমার সরকার, ওসি মুহাম্মদ মাহবুবুল হক,কয়েকজন এস আই এবং সঙ্গীয় ফোর্স। ঘটনাস্থলে গিয়ে ফুলজোড় কামরুলের ভূট্টা ক্ষেত থেকে চোখ-মুখ ও হাত বাধা অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় চেয়ারম্যান সুজা মিয়া জানান ইউপি সদস্য হামিদ এর মাধ্যমে বিষয়টি জানতে পারি তারপর থানায় ওসি মহোদয়কে অবগত করি। এ ব্যাপারে অফিসার্স ইনচার্জ ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান আমরা ঘটনাস্থলে গিয়ে চোখ,মুখ হাতবাধা অজ্ঞাত লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। পিবিআই জামালপুর ও র্যাব-১৪ জামালপুর মরদেহের পরিচয় জানার জন্য কাজ করছে।