হুমকি চিঠি পেয়েছেন লিওনেল মেসি
- আপডেট সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৬৫১ বার পড়া হয়েছে
হুমকি চিঠি পেয়েছেন ফরাসি ক্লাব পিএসজি ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের অধিনায়ক লিওনেল মেসি। শুধু তাই নয় তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দোকানে প্রায় ১৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতকারীরা।বৃহস্পতিবার সকালে মেসির শহর রোজারিওতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।প্রত্যক্ষদর্শীরা দু’জন দুষ্কৃতিকারীকে বাইকে করে পালিয়ে যেতে দেখেছে। দুষ্কৃতিকারী আন্তোনেল্লার দোকানে গুলি চালানোর পর মেসির জন্য একটি চিঠিও রেখে যায়। তাতে লেখা ছিল, ‘মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন একজন মাদকচক্রী, সে তোমায় বাঁচাতে পারবে না।’‘জাভকিন’ হলেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন।তিনি বলেন, ‘শহরে হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। হিংসা নিয়ন্ত্রণে আনতে শহরে আরো পুলিশ নিয়োগের দরকার রয়েছে।’এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মেসি বা আন্তোনেল্লার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য জানা যায়নি।