সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ মার্চ) এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর।
এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের এই চিকিৎসক। খবর রয়টার্সের।এ বিষয়ে কেভিন জানান, বাইডেনের ত্বকে ক্যানসার আক্রান্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।চিকিৎসক জানিয়েছেন, যদিও ক্ষত সেরে গেছে, তবু মার্কিন প্রেসিডেন্ট তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত সতর্কতা অব্যাহত রাখবেন।