প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিনরোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে এবং ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার শুরু থেকে ধানমণ্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের অতিরিক্ত সদস্য। পরে দুপুর আড়াইটার পর পুলিশ ও উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এরপর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী ও আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সংবাদ শিরোনাম ::
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৯২ বার পড়া হয়েছে