সংবাদ শিরোনাম ::
বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে বোমাতঙ্ক!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাংলোতে বোমাতঙ্ক। আমিতাভের শুধু এই বাড়ি ছাড়াও বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর বাংলোতেও রয়েছে এ হুমকি। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুম্বাই পুলিশ। বুধবার (১ মার্চ) ভারতের একাধিক সংবাদমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়।এমন খবর পাওয়ার পর সজাগ ছিল মুম্বাইয়ের একাধিক পুলিশ স্টেশন। কোনো এক ব্যক্তি পুলিশে খবর দিয়ে বোমার কথা জানান। খবর পেয়ে বম্ব স্কোয়াড পৌঁছে যায় অমিতাভ ও ধর্মেন্দ্রর বাংলোয়। আপাততো দুই তারকার বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর পুলিশকে কে ফোন করেছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।সেই ব্যক্তি শুধুমাত্র বোমার কথাই বলেননি, তিনি জানান, ২৫ জন ব্যক্তি মুম্বাইয়ে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা চালাচ্ছে। চলতি বছরে একাধিক কাজে ব্যস্ত রয়েছেন বলিউড শাহেনশা। সম্প্রতি টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের গণপথ ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী ২০ অক্টোবর ছবি মুক্তির দিন রয়েছে।