হিন্দি রাইটস থেকে নির্মাতারা প্রায় ৩০ কোটি মতো আয় করেছেন। এদিকে এই প্যান ইন্ডিয়া ছবির মিউজিক রাইটস ১৮ কোটিতে বিক্রি করা হয়েছে। ছবির নির্মাতারা নন থিওট্রিকাল রাইটস যেখানে প্রায় ২৪০ কোটির বিনিময়ে বিক্রি করেছেন, সেখানে থিওট্রিকাল রাইটস থেকে তাঁরা আনুমানিক ১৭৫ কোটি ব্যবসা করছেন। আর এই অঙ্ক সারা বিশ্বজুড়ে রাইটস থেকে বলা হচ্ছে। জানা গেছে ‘লিও’ ছবির ওভারসিজ রাইটস থেকে প্রায় ৫০ কোটি পেয়েছেন নির্মাতারা।তামিলনাড়ুতে এই রাইটসের অঙ্ক ৭৫ কোটি। তেলেঙ্গানা, কেরল, আর অন্ধ্র প্রদেশে প্রায় ৩৫ কোটির দাবি উঠেছে। আর দেশের অন্যান্য অঞ্চলের থিওট্রিকাল রাইটস থেকে ১৫ কোটি ব্যবসা করেছেন তাঁরা।দক্ষিণের খ্যাতনামা পরিচালক লোকেশ কনগরাজ ‘লিও’ ছবিটি পরিচালনা করছেন। এর আগে তিনি ‘কাইথি’, ‘বিক্রম’, আর ‘মাস্টার’-এর মতো ছবি উপহার দিয়েছেন। লোকেশ আর থলাপতি জুটির ‘মাস্টার’ বক্স অফিসে দারুণ ঝড় তুলেছিল। তাই ‘লিও’কে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। ছবিতে থলাপতি বিজয় ছাড়া সঞ্জয় দত্ত, তৃষাকে মূল চরিত্রে দেখা যাবে। এ বছর অক্টোবরে ‘লিও’ সারা দুনিয়াজুড়ে মুক্তি পাওয়ার কথা।
সংবাদ শিরোনাম ::