সংবাদ শিরোনাম ::
রাজধানীর দক্ষিণখানে নকশা এবং অনুমোদনবিহীন ভবন উচ্ছেদে রাজউকের অভিযান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৪৫০৯ বার পড়া হয়েছে
নার্গিস রুবি:
রাজধানীর দক্ষিণখান থানাধীন এলাকায় অনুমোদনহীন এবং নকশাবহির্ভূত ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রাজউক। রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন একটি দল গতকাল সাড়ে ১০টা ৩টা পর্যন্ত আশকোনা পানির পাম্প সংলগ্ন এবং কাওলার শিয়ালডাঙ্গা এলাকায় নির্মাণাধীন তিনটি বহুতল ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনায় করে যার একটি নকশা বিহীন এবং দুটি ভবন নিয়মের ব্যত্যয় করে নির্মাণ করা হয়েছ। আশকোনা পানির পাম্প সংলগ্ন ভবন মালিক মোহাম্মদ আলী নকশা অনুমোদনহীন দেড় কাঠা জমির উপর তিন তলা একটি ভবন নির্মাণ কাজ চলমান রেখেছেন। কিন্তু এলাকাটি রাজউকের আওতাধীন হওয়া শর্তেও তিনি রাজউক এর কাজ থেকে নকশার অনুমতি না নিয়ে ভবনটি নির্মাণ করেছেন।এজন্য ভ্রাম্যমাণ আদালত ভবনটি কিছু অংশ ভেঙে বাকিটা নিজ দায়িত্বে ভাঙ্গার জন্য ভবন মালিককে নিদিষ্ট সময় বেধে দেন।একই রাস্তার রাইম রিয়েল এস্টেট এন্ড হাউসিং লিমিটেড কোম্পানি ৯ তলা একটি ভবন নির্মাণ করেছেন যেটি চতুর্থ দিকে নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করা হয়েছে এই ভবনের ও সামনের কিছু অংশ ভেঙে ১৫ দিনের মধ্যে বাকি অংশ নিজ দায়িত্বে ভাঙ্গার অঙ্গীকার নেওয়া হয় এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে রাজউকের অথরাইজ অফিসার মাসুক আহমদ বলেন, রাজউকের আওতাধীন এলাকায় নকশা বিহীন এবং নকশাবহির্ভূত কোন ভবন নির্মাণ করা হলে কোন ছাড় দেওয়া হবে না।রাজধানীকে একটি সুন্দর এবং বাসবাস যোগ্য নগরী গড়ার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে । বেলা ১ টার পর কাওলার শিয়ালডাঙ্গা এলাকায় সরুজ মিয়া রোডে ভবন মালিক- রোকেয়া কামাল এর ১৪৫ নং বাড়িটিও ভেঙে দেওয়া হয়।এবং নকশার ব্যত্যয়কৃত অংশ ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে রাজউক কর্তৃপক্ষে জানানোর নির্দেশ দেওয়া হয়। এসময় ভবন মালিকের মধ্যে একজন বলেন,ভবন নির্মাণ করতে যে রাজউকের অনুমতি লাগে সেটি আমাদের জানা ছিলো না,এছাড়া রাজউকের কোন নোটিশ আমরা পাইনি।