এশিয়া কাপের পূর্বে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
- আপডেট সময় : ০৯:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
মাত্র একদিন বাকি। আগামী ৩১শে আগস্ট এশিয়া কাপ মিশনে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তার আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। অসুস্থতার কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাস। জ্বর থেকে সেরে না ওঠায় মঙ্গলবারও (২৯ আগস্ট) বিমান ধরা হচ্ছে না টাইগার এ উইকেটরক্ষকের। যার কারণে প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নির্বাচক হাবিবুল বাশার এই বিষয়ে জানিয়েছেন, লিটনকে ছাড়াই এশিয়া কাপ শুরু করতে হচ্ছে বাংলাদেশকে, ‘সুস্থ হলে আজ তার যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে যেতে পারেনি। আমরা তার আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’
দল শ্রীলঙ্কায় পৌঁছানোর দুই দিন পার হলেও এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। মঙ্গলবার লিটনের আরেকটি স্বাস্থ্য পরীক্ষা করেছে বিসিবির মেডিকেল বিভাগ। এই পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করছে বুধবার তিনি দলের সঙ্গে যোগ দিতে বিমান ধরতে পারবেন কিনা।
বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে এশিয়া কাপ। পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেপাল ও স্বাগতিক পাকিস্তান। পরের দিন বৃহস্পতিবার (৩১ আগস্ট) একই সময়ে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।