১৪ বছর পর ফাইনালে মোহামেডান
- আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
এক সময় ঘরোয়া ফুটবলের যে কোনো টুর্নামেন্টের ফাইনাল মানেই আবাহনী-মোহামেডান দ্বৈরথ। আবাহনী তাদের অবস্থান ধরে রাখলেও মোহামেডান ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০০৯ সালের ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল তারা। ১৪ বছর পর এবার আবার ফাইনালে নাম তুলেছে সাদাকালোরা।
গোপালগন্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে বসুন্ধরা কিংসকে হারায়। ঘরোয়া ফুটবলে এবার কিংসের এক মৌসুমে তিন ট্রফি জয়ের সুযোগ ছিল। যা ২০১৩ সালে শেখ রাসেল করেছিল। মোহামেডান আজ কিংসের পথে বাধা হয়ে দাঁড়াল।
গত কয়েক বছর আবাহনীর সঙ্গে বসুন্ধরা কিংসের দ্বৈরথ থাকলেও মোহামেডান বরাবরই কিংসের বিপক্ষে ভয়ঙ্কর। বিগত কয়েকবার কিংস মোহামেডানের বিপক্ষে হার এড়াতে পারলেও এবার আর পারেনি। ম্যাচের ৩ মিনিটেই এমানুয়েলের গোলে মোহামেডান লিড নেয়। এই গোল পরিশোধ করতে কিংসের ৩৯ মিনিট লেগেছে। ৪২ মিনিটে ব্রাজিলিয়ান ডোরেয়িল্টন কিংসের পক্ষে সমতা আনেন।
দ্বিতীয়ার্ধে কিংস আক্রমণ শুরু করে। ৫৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে এনামুয়েল ও অধিনায়ক সুলেমাম দিয়াবাতে দারুণ বোঝাপড়ায় আক্রমণ করেন। মোহামেডানের অধিনায়ক দিয়াবাতে দারুণ প্লেসিংয়ে গোল করে দলকে আবার এগিয়ে নেন।
কিংস পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সর্বাত্মক। বেশ কয়েকবার আক্রমণ করলেও ম্যাচের সমতা আনতে পারেনি। ইনজুরি সময় ছিল ৬ মিনিট। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডানের বাঁধভাঙ্গা উল্লাস শুরু হয়।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামী মঙ্গলবার ঢাকা আবাহনী ও শেখ রাসেলের মধ্যে। ঐ ম্যাচে আবাহনী জিতলে ২০১১ সালের পর আবার ফাইনালে দুই ঐতিহ্যবাহী দলের দ্বৈরথ হবে।