হাজারো মানুষের দুর্ভোগের কারণ একটি রাস্তা
- আপডেট সময় : ০১:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী স্থান শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ অন্তর্গত নুনিয়া দও বাড়ি হরি মন্দির। এটি একটি প্রাচীনতম মন্দির। এই মন্দিরটি নির্মাণে বার বার নির্বাচিত, মাটি ও মানুষের নেতা, (চাঁদপুর-৫) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় কর্তৃক দেওয়া সরকারি অনুদান, ধর্ম মন্ত্রণালয়, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও ব্যক্তি অনুদানে মন্দিরটি নির্মিত। বর্তমানেও মন্দিরের সৌন্দর্য বর্ধন ও সংস্কার কাজ চলমান।
মন্দিরে যাতায়াতের একমাত্র রাস্তা (আয়নাতলী-দৈয়ারা টু কোয়ার দেওয়ানজি বাড়ি ভায়া নুনিয়া দও বাড়ি হরি মন্দির সড়ক) রাস্তাটির অবস্থা খুবই নাজুক। বর্ষাকালে দুর্ভোগে পড়ছে গ্রামের শত শত লোকজন, রোগী ও স্কুল-কলেজের শিক্ষার্থী ও মন্দিরে আগত ভক্তবৃন্দগণ। সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
গ্রামবাসী এই রাস্তটি পাকাকরণ (পিচ ঢালাই) করার জন্য হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের রূপকার চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন।