ঈদুল আজহায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বর্ণিল আয়োজন,তৈরি হচ্ছে মানসম্পন্ন অনুষ্ঠান
- আপডেট সময় : ০৬:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে যেন দিন বদলের হাওয়া বইছে।শুরু হয়েছে মানসম্পন্ন ও বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান সম্প্রচারের। গেল ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় এই কেন্দ্রের সক্ষমতার প্রমাণ মিলেছিলো এ কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার রঞ্জুর হাত ধরে।তারই ধারাবাহিকতায় এবারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্ণিল ও নান্দনিক আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। চট্টগ্রাম কেন্দ্রে ঈদের আগের দিনসহ ৪ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে।গত ঈদের ধারাবাহিকতায় এবারও প্রচার হবে তারকাবহুল ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। ঈদের এই বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। বিশেষ আঙ্গিকে নির্মিত এই ম্যাগাজিন অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ ও নাট্যশিল্পী শামীমা তুষ্টির উপস্থাপনায় চিত্রনায়িকা নার্গিস আক্তার নিপুণ, আনিকা কবির শখ, আঁখি আলমগীর, ইমরান হোসেন, কোনাল, মং অ চিং মারমা এবং রাফাহ নাজিবা তোরসাসহ এক ঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও পরিচালনায় ‘তারার মেলা’ প্রযোজনা করেছেন এল রুমা আকতার এবং নেছার উদ্দিন। এবার প্রথমবারের মতো রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীদের নিয়ে ঈদে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। ‘আনন্দ আয়োজন’ এবং ‘আনন্দ আনন্দ’ নামে এই বিশেষ অনুষ্ঠান ২টি প্রচার হবে যথাক্রমে ঈদের পরের দিন রাত ৯.২০ মিনিটে এবং ঈদের তৃতীয় দিন রাত ১১.০০ টায়। জমজ সন্তানদের মজার মজার কাণ্ডকারখানা নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘একই রকম’ ঈদের পর দিন বিকেল ৪.৩০মিনিটে। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, জায়েদ খান এবং মডেল সাখাওয়াত হোসেন নিরব এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের খ্যাতিমান শিল্পীসহ প্রায় সাড়ে ৬শ’ শিল্পী অংশ নিয়েছেন ঈদের অনুষ্ঠানমালায়। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের ‘ঈদ আড্ডা’ প্রচার হবে ঈদের দিন বিকেল ৫.৩০মিনিটে। জায়েদ খান ও নিরবের পর্বটি প্রচার হবে ঈদের দিন ও ঈদের পরের দিন রাত ১১ টায়। ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন রাত ১০ টায় প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। এতে গান গাইবেন শিল্পী অনিমা রায়, ক্লোজআপ তারকা খ্যাত আশিকুর রহমান মেহরাব এবং আধুনিক গানের জনপ্রিয় শিল্পী অনুপমা মুক্তি। নূর আনোয়ার রনজু’র পরিকল্পনায় অনুষ্ঠানগুলো প্রযোজনা করেছেন রোমানা শারমীন। ঈদে ব্যান্ড সংগীতের বিশেষ অনুষ্ঠান ‘রক এন্ড পপ’ এ গান পরিবশেন করবে মেগাস্টার পার্থ বড়ুয়ার সোলস, এফ মাইনর ও মেট্রিক্যাল এর মতো দেশসেরা ব্যান্ডদলগুলো। অনুষ্ঠানগুলো প্রচার হবে ঈদের দিনসহ প্রতিদিন সন্ধ্যা ৬টায়। এছাড়া আরও অনেকগুলো বর্ণিল ও আকর্ষণীয় অনুষ্ঠান প্রচার হবে আসছে ঈদে। এছাড়া প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘বিয়ে পরীক্ষা’, ছায়াছন্দ, ঈদ ফ্যাশন, শিশুতোষ মজার নাটক ‘আইনুলস্টাইন’, বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’ ও ‘নুপুরের ছন্দে’, বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরানন্দ’, আধ্যাত্মিক গানের অনুষ্ঠান ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘উচ্ছ্বাস’, ‘প্রীতি বিতর্ক’, আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘গহীনের গান’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আঁরার চাঁটগা’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাম্পান’সহ অনেকগুলো মজার অনুষ্ঠান। জানা গেছে,বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার রঞ্জু দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবর্তনের হাওয়া বইছে এই কেন্দ্রে। অনুষ্ঠান নির্মাণ, সমপ্রচার থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় এসেছে নতুনত্ব।