বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
- আপডেট সময় : ১২:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আলহাজ্ব মো. সোহাগ:
আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে গৃহ নির্মাণ খরচ বৃদ্ধির পাশাপাশি দেশটির মুদ্রা ডলারের মান ও বৃদ্ধি পেয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামীতে সুদের হার বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে ডলারের মূল্যমান ঊর্ধ্বমুখী হয়েছে। সঙ্গত কারণে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৩৬ ডলার ৯৮ সেন্টে। আগের দিন (সোমবার) যা ছিল ১৯৫৫ ডলার ৭৯ সেন্ট।
একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে ১ দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৪৭ ডলার ৭০ সেন্টে। পূর্বের কর্মদিবসে তা ছিল ১৯৬৭ ডলার ২০ সেন্ট। গত মে মাসে যুক্তরাষ্ট্রে একক পরিবার বিশিষ্ট বাড়ি তৈরির হার ব্যাপক ঊর্ধ্বগামী হয়েছে। বিগত ১ বছরেরও বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ।
আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ ড্যানিয়েল প্যাভিলনিস বলেন, ইউএসএ গৃহ নির্মাণ সংখ্যা বেড়েছে। এতে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়েছে। ইতোমধ্যে এ বাজার দুর্বল রয়েছে। কারণ, আবার সুদের হার বাড়াতে পারে ফেড।
এ প্রেক্ষাপটে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে স্বর্ণ। চলতি মাসে সুদের হার বাড়ায়নি ফেড। তবে আগামী জুলাইয়ে সেটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রায় ৭৫ শতাংশ। এতে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা।