সৌর বিদ্যুৎ থেকে শিগগিরই ১০৯৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২৬টি সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় শিগগিরই ১ হাজার ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজিত হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য হাজী মো. সেলিমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নসরুল হামিদ বলেন, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা ২০১৭ সাল থেকে বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১১৭৮.৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যার মধ্যে সৌর শক্তি থেকে উৎপাদিত হচ্ছে ৯৪৪.৮৮ মেগাওয়াট।
তিনি বলেন, সৌর শক্তি থেকে উৎপাদিত ৯৪৪.৮৮ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৫৭৯.৯৬ মেগাওয়াট জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত আছে এবং নেট মিটারিং-এর আওতায় আরও ৭১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত আছে। অর্থাৎ বর্তমানে সৌর শক্তি থেকে উৎপাদিত মোট ৬৫০.৯৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে উৎপাদনের জন্য নির্দেশনা প্রদান করেছেন। ইতোমধ্যে এই লক্ষ্যমাত্রার ৪.৫ শতাংশ অর্জিত হয়েছে।