ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৫৯৬ বার পড়া হয়েছে
নজরুল ইসলাম জুলু:
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদের (৫৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১২ মার্চ) বেলা ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মণ্ডলের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আব্দুল বাকী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন কক্ষে আসামি ফরিদুল রেজা ফরিদ স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় নিহতের মেয়ের দিপার ডাক চিৎকার শুরু করলে তাকেও হত্যার উদ্যেশে কোদাল দিয়ে কোপ/আঘাত করে। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে রক্তাত্ত জখম হয়।
পরে নিহতের ভাই কাঞ্চন হাওলাদার নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালতে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত হয়। পরে দোষী প্রমানিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ড দেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ বলেন, ফরিদুল রেজা ফরিদ মানষিক ভারসাম্যহীন। উচ্চ আদালতে আপিল কর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৪:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
নজরুল ইসলাম জুলু:
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদের (৫৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১২ মার্চ) বেলা ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মণ্ডলের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আব্দুল বাকী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন কক্ষে আসামি ফরিদুল রেজা ফরিদ স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় নিহতের মেয়ের দিপার ডাক চিৎকার শুরু করলে তাকেও হত্যার উদ্যেশে কোদাল দিয়ে কোপ/আঘাত করে। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে রক্তাত্ত জখম হয়।
পরে নিহতের ভাই কাঞ্চন হাওলাদার নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালতে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত হয়। পরে দোষী প্রমানিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ড দেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ বলেন, ফরিদুল রেজা ফরিদ মানষিক ভারসাম্যহীন। উচ্চ আদালতে আপিল কর হবে।