সংবাদ শিরোনাম ::
টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৩০৪৩ বার পড়া হয়েছে
টঙ্গী (গাজীপুর)প্রতিনিধিঃ-
টঙ্গীর ঐতিহাসিক সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক মোঃ আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটাম পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বিপিএম বার, পিপিএম বার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান।সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন,গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোছাঃ হাসিনাআক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাজী ইলিয়াস আহম্মেদ,গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নাসির উদ্দিন মোল্লা, মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা।অবিভাবক প্রতিনিধি, যুব উন্নয়ন কমকর্তা মুনছুরুল ইসলাম মিলন,শিক্ষক প্রতিনিধি আব্দুল মোতালেব, আবুল কালাম, প্রভাষক বেলায়েত হোসেন, জান্নাতুল আকরাম ওমর ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রশীদ মোল্লা, গাজীপুর মহানগর ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব জালাল মাহমুদ, সদস্য সচিব হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মানব শাস্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।