ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বলিউডে এবার পা রাখলেন আল্লু অর্জুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৬৬২ বার পড়া হয়েছে

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা আল্লু অর্জুন এবার বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভূষণ কুমারের প্রযোজনায় এই নতুন সিনেমার নাম প্রকাশ করা হয়নি; সন্দীপ তার নতুন সিনেমা -স্পিরিট-এর শুটিং শেষ করে নতুন সিনেমায় হাত দেবেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। প্রযোজক ভূষণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা, সহ-প্রযোজক শিব চানানা এবং নির্মাতা সন্দীপ ইতোমধ্যে আল্লুর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন।

-কবীর সিং- চলচ্চিত্রের পরিচালক সন্দীপের -স্পিরিট- সিনেমার মূল চরিত্রেও আরেক দক্ষিণী নায়ক -বাহুবলীর- অভিনেতা প্রভাসকে দেখা যাবে।আল্লু অর্জুন ২০২১ সালে -পুষ্পা: দ্য রাইজ- সিনেমার পর দক্ষিণ ছাড়িয়ে বলিউডেও ব্যাপক সাড়া পান। এরপর থেকেই তিনি হিন্দি সিনেমায় কবে অভিনয় করছেন, সেই জল্পনা চলছে। এবার ভক্তদের সেই অপেক্ষায় অবসান ঘটতে যাচ্ছে। আপাতত পুষ্পার সিকুয়েল- -দ্য রুল- এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আল্লু; আগামী ৮ এপ্রিল এ অভিনেতার জন্মদিনে প্রথম লুক প্রকাশ পাবে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম।এ বছরই -পুষ্পা: দ্য রুল- মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘-ষ্পা: দ্য রাইজ- এর মুক্তির সময় বলিউডে কাজ করা নিয়ে এ অভিনেতা বলেছিলেন, দক্ষিণী সিনেমার মত যদি তিনি ভালো কাজের সুযোগ পান, তাহলে অবশ্যই করবেন। তা না হলে তার ভক্তরা তাকে গ্রহণ করবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বলিউডে এবার পা রাখলেন আল্লু অর্জুন

আপডেট সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা আল্লু অর্জুন এবার বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভূষণ কুমারের প্রযোজনায় এই নতুন সিনেমার নাম প্রকাশ করা হয়নি; সন্দীপ তার নতুন সিনেমা -স্পিরিট-এর শুটিং শেষ করে নতুন সিনেমায় হাত দেবেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। প্রযোজক ভূষণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা, সহ-প্রযোজক শিব চানানা এবং নির্মাতা সন্দীপ ইতোমধ্যে আল্লুর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন।

-কবীর সিং- চলচ্চিত্রের পরিচালক সন্দীপের -স্পিরিট- সিনেমার মূল চরিত্রেও আরেক দক্ষিণী নায়ক -বাহুবলীর- অভিনেতা প্রভাসকে দেখা যাবে।আল্লু অর্জুন ২০২১ সালে -পুষ্পা: দ্য রাইজ- সিনেমার পর দক্ষিণ ছাড়িয়ে বলিউডেও ব্যাপক সাড়া পান। এরপর থেকেই তিনি হিন্দি সিনেমায় কবে অভিনয় করছেন, সেই জল্পনা চলছে। এবার ভক্তদের সেই অপেক্ষায় অবসান ঘটতে যাচ্ছে। আপাতত পুষ্পার সিকুয়েল- -দ্য রুল- এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আল্লু; আগামী ৮ এপ্রিল এ অভিনেতার জন্মদিনে প্রথম লুক প্রকাশ পাবে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম।এ বছরই -পুষ্পা: দ্য রুল- মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘-ষ্পা: দ্য রাইজ- এর মুক্তির সময় বলিউডে কাজ করা নিয়ে এ অভিনেতা বলেছিলেন, দক্ষিণী সিনেমার মত যদি তিনি ভালো কাজের সুযোগ পান, তাহলে অবশ্যই করবেন। তা না হলে তার ভক্তরা তাকে গ্রহণ করবে না।