রাষ্ট্রপতির বাড়িতে ২০ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন
- আপডেট সময় : ০৪:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে
ডেস্ক:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরের খাবারে বঙ্গবন্ধুকন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ২০ পদের মাছ, ডাল, রসমালাই দিয়ে আপ্যায়ন করেছেন রাষ্ট্রপতি।
আজ মঙ্গলবার সকালে মিঠামইনে আসেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন।মধ্যাহ্ন ভোজে রাতাবোরো চালের সাদা ভাতের সঙ্গে ছিল রুই মাছ দোপেঁয়াজা, কাতল মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাচা মাছ ভুনা, রিটা মাছ মাখা-মাখা ঝোল, পাঙ্গাশ মাছ মাখা মাখা ঝোল, মসুর ডাল, সালাদ ও মিষ্টিতে রসমালাই।দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর মঙ্গলবার সকালে মিঠামইনে এসেছেন জাতির পিতার কন্যা। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এ অঞ্চলে।রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন।