দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ৫৪৫৮ বার পড়া হয়েছে
হারুন অর রশিদ রাজিব, স্টাফ করেসপন্ডেন্ট:
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহাবাহী শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে পুনর্মিলন উদ্ধোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো দিদার উল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ।
(এসএসসি২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা)
পুনর্মিলনীতে প্রাক্তন ছাত্রছাত্রীরা পারস্পারিক শুভেচ্ছা বিনিময়, সতীর্থদের সঙ্গে স্মৃতিচারণ-আড্ডায় মেতে ওঠেন।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে স্কুল চত্ত্বর হয়ে উঠে আনন্দঘন প্রাণের মেলা।
বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে আড্ডায় মাতোয়ারা হয়ে নানা বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান মালায় প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল জীবনের বৈচিত্র্যময় দিনগুলো স্মৃতিচারণ করে এবং দেশ ও দশের কল্যাণে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুনর্মিলনী উপলক্ষে বিশেষ স্মরণিকা “সৌহার্দ্য” প্রকাশ করা হয়। গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় ও অতিথি শিল্পীদের গানে নাচে মেতে উঠে প্রাক্তন ছাত্রছাত্রীরা।
র্যাফেল ড্রসহ আনন্দ উৎসবের ব্যাপক আয়োজন দিয়ে শেষ হয় দিনব্যাপী আনন্দ আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক নুর নবী টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনর্মিলন উদযাপন কমিটির সদস্য সচিব আহসান হাবীব সেতু।